জাতির উদ্দেশে মোদির ভাষণকে দিশাহীন বলে কটাক্ষ অধীরের

0
1
অধীর চৌধুরী। (ফাইল ছবি)

“লকডাউনের একমাস হতে চললো, এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে তাঁর ভাষণে আর্থিক সহযোগিতার কোনও সরকারি সুনির্দিষ্ট পরিকল্পনা শোনাতে পারলেন না। বেকারত্ব, অনাহার বা স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনও পলিসি বা কোনও সরকারি কর্মসূচি ঘোষণা করা হল না”। মঙ্গলবার মোদির ভাষণের পর এমনই প্রতিক্রিয়া দিলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

তিনি আরও বলেন, “মানুষের চাকরি যাচ্ছে, অনাহারে দিন কাটছে। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম এখনও পৌঁছনো যায়নি। সে বিষয়ে প্রধানমন্ত্রীর কোনও বক্তব্য শোনা গেল না। একটা দিশাহীন ভাষণ দিলেন প্রধানমন্ত্রী”।