“বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। এসো হে বৈশাখ।” সিঙ্গাপুর থেকে নববর্ষের শুভেচ্ছা ঋতুপর্ণার

0
1

করোনা মোকাবিলায় চলছে গ্লোবাল এমারজেন্সি। বিশ্বব্যাপী চলছে লকডাউন। ব্যাতিক্রমী নয় এই রাজ্য তথা কলকাতা। এরই মধ্যে চলে এলো বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ।

আর পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত টুইটারে জানিয়েছেন, “বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। এসো হে বৈশাখ। শুভ নববর্ষ সকলকে। করোনা ভাইরাসকে মোকাবেলা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে”।

এছাড়াও ঋতুপর্ণার আবেদন, “লকডাউনের সময় রাজ‍্যের পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন”।

উল্লেখ্য, এখন সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা। সেখানেও চলছে লকডাউন। যদিও অভিনেত্রী সুদূর সিঙ্গাপুর থেকে প্রতিনিয়ত রাজ্য ও কলকাতার খবর রাখেন। সোশ্যাল মিডিয়া মারফৎ সকলের সঙ্গে যোগাযোগ রাখেন। একইসঙ্গে অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন তিনি।