আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথমদিন। বাঙালির বারো মাসে তেরো পার্বনের অন্যতম উৎসবের দিন এই পয়লা বৈশাখ। কিন্তু করোনার গ্রাসে তা মলিন। লকডাউনের জেরে প্রচুর মানুষ সমস্যায় পড়েছেন।
তাই বাংলা নববর্ষের প্রথমদিন উত্তর কলকাতার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষ, বিশেষ করে বাচ্চাদের দুধ, শিমাই ও চিনি বিতরণ করলেন।
তিনি নিজে হাতে গরম দুধ খাওয়ালেন বাচ্চাদের। আর তাদের মায়েদের হাতে চিনি ও শিমাই তুলে দিলেন। যাতে করে একটু মিষ্টিমুখ করাতে পারে তাদের পরিবারকে।
শশী পাঁজা জানান, ৫০ লিটার দুধ, চিনি, শিমাই ছাড়াও বিস্কুটের প্যাকেট, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল-ডাল দেওয়া হয়েছে। বিশেষ করে এই সময়ে বাচ্চাদের পুষ্টিকর খাদ্য দেওয়া দরকার এবং শরীরে পুষ্টির জন্য এই উদ্যোগ নেওয়া।