ট্রেন বন্ধ ৩ মে অবধি

0
3

৩ মে অবধি লকডাউনের সময়সীমা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আর একইসঙ্গে রেলমন্ত্রী জানিয়ে দিল আগামী ৩ মে অবধি দেশজুড়ে সমস্ত ধরণের রেল চলাচল বন্ধ থাকছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ১৪ এপ্রিলের পর হয়তো রেল চলাচল শুরু হতে পারে। কিন্তু সেই সমস্ত কানাঘুষো কথা উড়িয়ে রেলমন্ত্রক জানিয়ে দিল যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকছে। এই ট্রেনগুলির মধ্যে থাকছে প্রিমিয়াম ট্রেন, মেল ও এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, সাব আরবান ট্রেন, কলকাতা মেট্রো রেল, এবং কোঙ্কন রেল। গত ২২ মার্চ জনতা কার্ফুর দিন থেকে দেশজুড়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।