হোয়াটসঅ্যাপে ভুয়ো খবরের জের। সকালে হোয়াটসঅ্যাপে খবর ছড়ায় যে ট্রেন চলাচল শুরু হয়েছে। মুম্বই থেকে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশগামী ট্রেন চলবে। এই ভুয়ো খবরের জেরেই লকডাউন ভঙ্গ করে হাজার হাজার শ্রমিক দুপুরে জড়ো হয় বান্দ্রা স্টেশন চত্বরে। তার জেরেই করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে মঙ্গলবার লকডাউন ভঙ্গের বৃহত্তম ভয়ঙ্কর ঘটনা ঘটল বলে জানা গিয়েছে।
দিল্লির আনন্দবিহারের পর এবার মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্ট। হাজার হাজার অসংগঠিত শ্রমিক মঙ্গলবার লকডাউনের নিয়মকানুনের তোয়াক্কা না করে জমায়েত হয় বান্দ্রা স্টেশন চত্বরে। তাদের দাবি, নিজেদের ঘরে ফিরতে দিতে হবে তাদের। সোশ্যাল ডিসট্যান্সিং-এর তোয়াক্কা না করে হাজার হাজার শ্রমিক জড়ো হয় বান্দ্রা ওয়েস্ট এলাকায়। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়। পুলিশকে পরিস্থিতি সামলাতে প্রচন্ড বেগ পেতে হয়। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে জড়ো হওয়া অসহিষ্ণু শ্রমিকদের ছত্রভঙ্গ করতে হয়। এরপর এলাকা স্যানিটাইজ করা শুরু করে পুলিশ। শ্রমিকদের অধিকাংশেরই বক্তব্য, সরকারের কাছ থেকে খাদ্য ও প্রয়োজনীয় রেশন পাওয়া যাচ্ছে না। তাই তারা নিজেদের রাজ্যে ফিরতে মরিয়া। এই ঘটনার জেরে এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশাসনিক অপদার্থতা ঢাকতে শিবসেনা সহ জোট সরকারের মন্ত্রীরা কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলছেন।































































































































