করোনা-সঙ্কট : দেশকে আর্থিক সাহায্য করতে প্রস্তুত রাজন

0
3

সারাদেশে লকডাউনের সময়সীমা বেড়েছে। এই পরিস্থিতিতে বর্তমান আর্থিক অবস্থা থেকে ভারতের ঘুরে দাঁড়াতে নির্দিষ্ট নীতি নিয়ে চলতে হবে। আর সেই কারণেই দেশকে সাহায্য করতে প্রস্তুত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার  প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। বর্তমানে তিনি আমেরিকায় শিক্ষকতা করছেন।

সূত্রের খবর, আরবিআইয়ের প্রাক্তন গভর্নর জানান, “দেশের অর্থনীতি নিয়ে সরকারের পক্ষ থেকে সাহায্য চাইলে অবশ্যই হ্যাঁ বলবো।” তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশের বাজারের তুলনায় ভারতের বিনিময় মূল্য স্থিতিশীল। রিজার্ভ ব্যাংকের পদক্ষেপের জন্যই তা সম্ভব হয়েছে। ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম কমেছে ঠিকই, কিন্তু ব্রাজিলের মত ২৫ শতাংশ পড়ে যায়নি।’