করোনা সচেতনতার মাধ্যমে নববর্ষ পালন কোন্নগরের বিধায়কের

0
2

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় আতঙ্কিত সারা পৃথিবীর। এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজু ড়ে চলছে লকডাউন। কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টে চলে এলো বাংলার নববর্ষ। মঙ্গলবার, নববর্ষের প্রথমদিনটা এই বার একটু অন্যভাবে পালন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। এদিন কোন্নগরে বিধায়ক সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দিয়ে ও গানের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার প্রচার করে পয়লা বৈশাখ পালন করেন।