এবার করোনার বলি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। করোনা উপসর্গ নিয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হন জফর সরফরাজ। লালারসের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। গত তিনদিন ধরে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার করোনার কোপে প্রাণ হারালেন বছর পঞ্চাশের প্রাক্তন ক্রিকেটার।
প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া পাক ক্রিকেট মহলে। ১৯৮৮ সালে ক্রিকেটে হাতেখড়ি হয় জফরের। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ৬১৬ রান করেছেন তিনি। ১৯৯৪ সালে অবসর নেন জফর। কোচ হিসেবেও পাক ক্রিকেটে অবদান রয়েছে তাঁর। অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র দলের কোচিং করিয়েছেন তিনি। বিশ্বের অন্যান্য দেশের মতো মৃতের সংখ্যা বেড়ে চলেছে পাকিস্তানেও। আক্রান্ত ৫৭০০-রও বেশি।






























































































































