করোনার জের, পয়লা বৈশাখে জনশূন্য তারাপীঠ

0
1

নববর্ষের প্রথম দিনে জনশূন্য তারাপীঠে। প্রতি বছর পয়লা বৈশাখে তারাপীঠে মা তারার মন্দিরে হালখাতার পুজো করে নতুন বছরে ব্যবসা শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরিবারের মঙ্গল কামনা করে এই দিনে প্রার্থনা করতে আসেন সাধারণ মানুষও। সব মিলিয়ে তারাপিঠে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। কিন্তু এবছর অন্য চিত্র। করোনাভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের অন্যান্য মন্দিরের মতো তারাপীঠের মন্দির পুণ্যার্থীদের জন্য বন্ধ।

নিয়ম মেনে শুধুমাত্র সেবাইত মা তারার নিত্য পুজো করছেন। করোনা সচেতনতার জন্য ভক্তদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে করোনার জেরে বন্ধ সতী পীঠের অন্যতম পীঠ কংকালীতলা। বিশ্বভারতী উপাসনা গৃহে সকালে পাঠের মধ্যে দিয়ে বাংলার বর্ষ বরণ হয়ে থাকে। সন্ধে বেলা বিভিন্ন অনুষ্ঠান হয়। এবার সবই বাতিল করা হয়েছে।