করোনার জের, পয়লা বৈশাখে খাঁ খাঁ করছে দক্ষিণেশ্বর মন্দির

0
1

দেশব্যাপী লকডাউনের জেরে বন্ধ ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিদিনের পুজো হলেও পুণ্যার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না মন্দিরে। একই চিত্র দক্ষিণেশ্বর মন্দিরেও। জনশূন্য মন্দির চত্বর। প্রতি বছর পয়লা বৈশাখে হালখাতার পুজো করতে মন্দিরে আসেন সাধারণ মানুষ। কিন্তু এবছর খাঁ খাঁ করছে দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরের মূল গেটে তালা ঝুলছে। ফলে বাইরে থেকে ঢোকার কোনও উপায় নেই। তাই গেটে পুজোর মালা ঝুলিয়ে যাচ্ছেন পুণ্যার্থীরা।