রামমোহন রায় রোডে নগেন্দ্র মঠ ও মিশন থেকে লকডাউনে বিপন্নদের জন্য কমিউনিটি কিচেন চলছে। নববর্ষের দিন গড়পার রোডে আরেকটি শুরু হল। রামমোহনের উদ্যোক্তা সুশান্ত রায়চৌধুরী ও সহনাগরিকরা। গড়পারে উদ্যোক্তা দীপক মাইতি ও অন্য আবাসিকরা। প্রাক্তন সাংসদ ও স্থানীয় বাসিন্দা কুণাল ঘোষ বলেন,” এঁরা সব নিয়ম মেনে প্রকৃত অসহায়দের রান্নাকরা খাবার দিচ্ছেন।” দুই শিবিরই জানিয়েছে, কর্মসূচি চলবে।