দেশ বান্দ্রা স্টেশনে ঘরে ফেরা ভিড়, পরিস্থিতি ঘোরালো By EBBS Desk - April 14, 2020 0 3 FacebookTwitterPinterestWhatsApp মুম্বইতে বান্দ্রা স্টেশনে কেলেঙ্কারি। খাবার নেই। কাজ নেই। ঘরে ফিরতে চেয়ে তিন হাজার মানুষ চলে গেছেন সেখানে। প্রশাসন বোঝানো চেষ্টা করছে। এখনও জটিলতা কাটে নি।