করোনার ফলে সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। কার্যত অনাহারে দিন কাটছে। এবার এমনই এক ছবি ভাইরাল হল নেট দুনিয়ায়।
রাস্তা দিয়ে দুধের গাড়ি চলে গিয়েছে। তার থেকে গড়িয়ে পড়েছে দুধ। একদিকে রয়েছে একদল কুকুর। অন্যদিকে এক ভবঘুরে পেট ভরানোর জন্য সেই দুধ খাচ্ছে। ঘটনা উত্তরপ্রদেশে। আগ্রা থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত ওই জায়গা।
দেশব্যাপী লকডাউনের জেরে নিম্নবিত্ত মানুষের দুর্দশার ছবি স্পষ্ট ফুটে উঠেছে ওই ভিডিওতে। কেন্দ্রীয় সরকার ৮০ কোটি লোককে সরাসরি টাকা ও খাবারের খরচ দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি কতটা কার্যকরী হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন।
Lockdown Impact:
इंसान और जानवर साथ साथ दूध पीने लगे।
आज अगरा के रामबाग चौराहे पर एक दूध वाले की दूध की टंकी गिर गयी।फिर क्या हुआ खुद देखिए। pic.twitter.com/OWvNg8EFIe— Kamal khan (@kamalkhan_NDTV) April 13, 2020