করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন নিম্নবিত্তরা। সেইসব মানুষদের পাশে দাঁড়িয়ে প্রত্যেকদিন রান্না করে খাওয়াচ্ছে কোন্নগরের এই ক্লাব সমন্বয় সমিতি। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাস্ক ছাড়া পাওয়া মিলবে না খাবার। এমনই ব্যবস্থা করল কোন্নগর পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ক্লাব সমন্বয় সমিতি। পোস্টার দিয়ে তারা জানিয়েছে, যারা খাবার নিতে আসছেন তাঁদের মাস্ক পড়তেই হবে।