নববর্ষের সকালে করোনাযুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন:
ভারতের শক্তিশালী লড়াই চলছে।
দেশবাসীর ত্যাগ অনেকটাই রুখছে করোনাকে। কষ্ট হলেও মানুষ লড়ছে। জানি খুব যন্ত্রণা। খাবার, যাতায়াত, বাড়ি থেকে দূরে থাকা- খুব কষ্টের। আমি প্রণাম করছি।
এটাই তো জনগণের শক্তি। বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে শ্রদ্ধার্ঘ।
দেশের নানা জায়গায় নানা সমস্যা। উৎসব ব্যাহত। নববর্ষের অনুষ্ঠান না করে সংযম। বাড়িতে থেকে পালন। নতুন বছরের মঙ্গলকামনা করছি।
আজ বিশ্বে করোনার ভয়ঙ্কর প্রভাব স্পষ্ট। ভারত রোখার চেষ্টা করছে। যখন এখানে একটা কেসও ছিল না, তখন আমরা বিদেশ থেকে আসাদের পরীক্ষা ও আইসোলেশন। যখন আক্রান্ত একশ নয়, তখন ব্যবস্থা। আক্রান্ত দুশো হতেই তারপর লকডাউন। সমস্যা দেখেই ব্যবস্থা।
এমন সমস্যা যে অন্য দেশের সঙ্গে তুলনা হয় নি। তবু বড় দেশগুলোর থেকে এখন ভারত ভালো জায়গায়। ভারতের থেকে সেসব দেশে ত্রিশ গুণ বেশি ক্ষতি। ভারত সময়ে সিদ্ধান্ত না নিলে কী হত ভাবতেই ভয় হয়।
এটা বোঝা যাচ্ছে আমাদের পথ ঠিক।
সামাজিক দূরত্ব ও লকডাউন কাজ দিচ্ছে।
আর্থিক ক্ষতি। তবে জীবন বাঁচছে।
সব রাজ্য সরকারগুলি ভালো কাজ করছে। স্থানীয় প্রশাসনও ভালো কাজ করছে।
তবুও করোনা বাড়ছে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করছেন।
কীভাবে ক্ষতি কম। কীভাবে এগোব, লোকের কষ্ট কমাবো, সবার সঙ্গে কথা বলে বুঝলাম সবাই চান লকডাউন বাড়ছে।
তাই লকডাউন ৩ মে পর্যন্ত দেশে বাড়ানো হচ্ছে।
নতুন ছড়াতে দেওয়া যাবে না।
হটস্পটে কড়া ব্যবস্থা।
২০/৪ পর্যন্ত সব এলাকা, থানা মূল্যায়ন হবে।
যাদের করোনা প্রভাব কম, কিছু জরুরি কাজে অনুমতি। নিয়ম ভাঙলে সব বন্ধ।
দুতিনদিনের মধ্যে নতুন গাইডলাইন।
অসংগঠিত শ্রমিক, কৃষকদের স্বার্থে কাজ হচ্ছে, হবে।
খাবার, ওষুধ মজুত আছে যথেষ্ট।
সাপ্লাই লাইন ঠিক আছে।
স্বাস্থ্য কাঠামো বাড়ছে।
যথেষ্ট বেড আছে।
তরুণ বিজ্ঞানীদের কাছে আবেদন, করোনার প্রতিষেধক তৈরিতে কাজ করুন।
আমরা নিয়ম মানব।
1) বয়স্কদের খেয়াল রাখুন। বিশেষত অসুস্থদের।
2) লকডাউন ও সামাজিক দূরত্ব মানুন। মাস্ক ঘরে বানিয়ে পরুন।
3) নিজের শরীরে শক্তি বাড়াতে গরম জল ও নির্দেশ মানুন।
4) আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
5) গরিবদের খাওয়ান।
6) আপনার ব্যবসার কর্মীদের ছাঁটাই নয়।
7) করোনাযোদ্ধা ডাক্তার, নার্স, পুলিশসহ সবাইকে সম্মান দিন।
এটা সপ্তপদী পথ।
বাড়িতে থাকুন। সুস্থ থাকুন।





























































































































