নিজের জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল তৃতীয় শ্রেণীর ছাত্রী

0
3

করোনার জন্য লড়ছে গোটা দেশ। লড়ছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যার যেমন সামর্থ্য সেই অনুসারে দান করার কথা।

এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের পিগি ব্যাংকের টাকা আর নতুন বছরের জামা কেনার টাকা মিলিয়ে ২০০০ টাকা দান করল তৃতীয় শ্রেণীর ছাত্রী ত্রিজিতা সিংহ। চুঁচুড়া রথতলার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। সোমবার বাবা সৌমিত্র সিংহকে নিয়ে জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের হাতে চেক তুলে দিয়ে আসে। শিশুটির উদ্যোগে আপ্লুত জেলাশাসক। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নাগরিক সমাজ যে সংবেদনশীল ওই খুদে তারই নমুনা পেশ করছে। এটি একটি দৃষ্টান্ত।