৩ মে অবধি দেশজুড়ে লকডাউন চলছে। ইতিমধ্যে রেলমন্ত্রক জানিয়েছে, সমস্ত ধরনের যাত্রীবাহী ট্রেন ৩ মে অবধি বন্ধ থাকছে। এবার একই সঙ্গে জানিয়ে দেওয়া হল, আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ থাকছে ৩ মে অবধি। তবে আন্তঃরাজ্য পণ্য পরিষেবা অব্যাহত থাকছে। এদিন একই সঙ্গে গুরুত্বপূর্ণ আর একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ডিজিসিএ। একটি ট্যুইট করে তারা জানায়, ৩ মে মধ্যরাত অবধি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকছে। উল্লেখ্য, ২৪ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরেই বিমান পরিষেবা বন্ধ হয় দেশ জুড়ে।