জাহির ইকবালের সঙ্গে ডেট করছেন সোনাক্ষী সিনহা! সলমন খানের নায়িকাকে নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বলিউডে। তবে এ ব্যাপারে এখনও মুখ খোলেননি সোনাক্ষী।
সম্প্রতি সলমন খানের প্রিয় পাত্র জাহির ইকবালের সঙ্গে বন্ধুত্ব হয় সোনাক্ষীর। মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে জমিয়ে গল্প করছেন দুজনে। এই বন্ধুত্বের মাঝেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, সলমনের নায়িকার সঙ্গে ডেট করছেন জাহির। এ বিষয়ে জাহির অবশ্য জানিয়েছেন, সোনাক্ষী তাঁর ভাল বন্ধু। শোনা যাচ্ছে, সলমন খানের পরবর্তী সিনেমা কভি ইদ কভি দিওয়ালিতে জাহির ইকবালকে দেখা যাবে।




























































































































