দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে নয়া সিদ্ধান্ত দুই রাজ্যের। সোমবার থেকেই অসম এবং মেঘালয়ে খোলা থাকবে মদের দোকান। দুই রাজ্যের আবগারি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। অসমে মদের দোকানের পাশাপাশি খোলা থাকবে গুদাম ঘর ও ডিস্টিলারিজ।
প্রশাসন সূত্রে খবর, মেঘালয়ে সকাল ৯ টা থেকে ৭ ঘন্টা খোলা থাকবে মদের দোকান। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্নতা মানার নির্দেশ দেওয়া হয়েছে। অসমের আবগারি দফতর জানিয়েছে, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। সর্বনিম্ন কর্মী নিয়ে দোকান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। নগদ এবং বোতল লেনদেনের সময় স্যানিটাইজারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে এরাজ্যেও মদ হোম ডেলিভারির খবর ছড়িয়ে পড়ে। শোনা যায় সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত নিকটবর্তী বার, হোটেল, রেস্টুরেন্ট থেকে মিলবে হোম ডেলিভারি। কিন্তু কলকাতা পুলিশের তরফে সাফ জানানো হয়, এই মুহূর্তে মদ ডেলিভারি সম্ভব নয়। অন্যদিকে, কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছিল চিকিৎসকদের প্রেস্ক্রাইব করা অ্যালকোহল ঘরে ঘরে হোম ডেলিভারি দেবে প্রশাসন। কিন্তু সেই সিদ্ধান্তের উপর নিষেধাজ্ঞা জারি করে।





























































































































