মারণ করোনা থাবা বসিয়েছে গোটা বিশ্বে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। এমন অবস্থায় গোটা দেশ কার্যত লকডাউন। স্বাভাবিক ভাবেই আইপিএল এর ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠেছিল। এর পরই
করোনার জন্য স্থগিত করে দেওয়া হয় আইপিএল। তবে এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কথা শুনে মনে হল আইপিএল বাতিল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটি ইংরেজি সংবাদ পত্রকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন এবার আইপিএল না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে, কিন্তু এই মুহূর্তে দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তাতে আইপিএলের থেকেও মানুষের জীবনের দাম বেশি। তাই এই বছর আর কোনো ভাবেই আইপিএল করার রাস্তা দেখতে পাচ্ছেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
তিনি আরও বলেন, এই মুহূর্তে পুরো বিশ্বের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পরিস্থিতির দিকে নজর রাখা ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো উপায় নেই। আমরা প্রত্যেক মুহূর্তে নজর রাখছি কোথায় কি ঘটছে, মানুষ কেমন আছেন।