আদিবাসীদের খাদ্যসামগ্রী পৌঁছে দিল সংস্কার ভারতী

0
1

কেউ নৃত্য শিল্পী, কেউ সঙ্গীত শিল্পী। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মেতে থাকেন ওঁরা। শিল্পীদের সংস্থা সংস্কার ভারতী এবার আদিবাসী গ্রামে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ।

বীরভূমের সিউড়ি থেকে ৪১ কিমি দূরে ঝাড়খন্ড সীমান্তের প্রত্যন্ত গ্রাম কুরাল মাটি। সিদ্ধেশ্বরী ও নুন বিল দুটি নদীর মাঝে প্রত্যন্ত এই গ্রাম। যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। সংস্কার ভারতী সিউড়ি শাখার সদস্যরা সেই গ্রামেই চাল, আলু, তেল, সাবান, নুন পৌঁছে দিলেন। আদিবাসীরা বলেন, “বাবু এতদিন কেউ আসে নাই। তুরাই এলি।”

সঙ্গীতশিল্পী সঙ্ঘমিত্রা কবিরাজ বলেন, ” আমরা এই লকডাউনে মধ্যে সামাজিক দূরত্ব মানতে পারছি না। অথচ আদিবাসী সমাজের ভাই বোনরা কত সুশৃঙ্খল। দেখে আমরা অবিভূত।” গ্রামের বাসিন্দা দেবীশ্বর মারাণ্ডি, খুদিরাম মহুলী, চুরকা হেমরমরা বলেন, “দেশে করোনা এসেছে তাই গ্রামে কেউ বেরোচ্ছে না। আমরা দিনমজুরি করে খাই। কাজ নেই। ঘরে চালের টান পরেছে। এই সময় এই সাহায্য পেয়ে আমাদের উপকার হলো।”