মাস্ক না পরার ছবি তুলে লাঞ্ছিত সাংবাদিক

0
7
ফাইল চিত্র

মাস্ক সবাই পরছেন কিনা, ঘুরে ঘুরে তার খবর করছিলেন এক জনপ্রিয় টিভি চ্যানেলের তরুণ সাংবাদিক।

উল্টোডাঙাসহ কিছু এলাকায় তিনি এবং তাঁর ফটোগ্রাফার কাজ করেন। যারা পরেনি, তাদের উপর পুলিশি তৎপরতার ছবি দেখান। কোনো সমস্যা হয় নি।

এরপর মধ্য কলকাতার একটি জায়গায় পৌঁছে তাঁরা দেখেন প্রায় কেউ মাস্ক পরেন নি। প্রচুর লোক ঘুরছে। পুলিশ নিষ্ক্রিয়। ক্যামেরা দেখে পুলিশের দুই কর্মী একটু সক্রিয় হন। কিন্তু রেকর্ডিং শেষ হতেই প্রচুর মানুষ তাঁদের ঘিরে ধরে চূড়ান্ত অপমান করেন। তাঁদের বলা হয় মোদির দালাল। অকথ্য গালিগালাজ করা হয়। গাড়ি আটকে রাখা হয়। থানা থেকে বাড়তি পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে আনে। বেয়াদপ জনতা সেই সময় এক নেতার নামও নিতে থাকে। বলে,” আমরা বলব এখানে মোদির দালাল এসেছে।” সাংবাদিক বলেন, ” আমি মোদির দালাল কেন হবো? আমি খবর করার কাজ করছি।” বেশ কিছুক্ষণ পর নিষ্কৃতি পান তিনি।