ছেলের চেয়েও ছোট যুবকের সঙ্গে প্রেমে মজেছেন নেইমারের মা

0
1

কেলেঙ্কারি ব্যাপার। নেইমার তার ছেলে আর তার ছেলের চেয়ে ৬ বছরের ছোট এক যুবকের সঙ্গে প্রেম করছেন নেইমারের মা। নেইমারের মায়ের নাম নাদিন, বয়স ৫২। আর সেই যুবকের বয়স ২২। নেইমারের বয়স ২৮।

কে এই ২২ বছরের যুবক? নাম থিয়াগো রামোস। ২২ বছরের যুবক মূলত ভিডিও গেমার। তার প্রেমে মজেছেন নেইমারের মা। দুজনে বাগানে একসঙ্গে ছবি তুলে থিয়াগো ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন লিখেছেন… যা কিছু রহস্যময় তা বর্ণনাতীত।

বছর চারেক আগেই নেইমারের বাবা ওয়াগনারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। নাদিনের সঙ্গে তারপরেই এই সম্পর্কের শুরু। নেইমার মায়ের এই অসমপ্রেম মেনে নিয়ে লিখেছেন ‘মা খুশি থেকো’। আর নেইমার ভক্ত থিয়েগো লিখেছেন তোমার তুলনা হয়না নেইমার। তোমাকে খেলতে দেখলে অনুপ্রাণিত হই। আমার স্বপ্ন, একদিন তোমার ভাই হয়ে একসঙ্গে মাঠে নামব।।আমি বিশ্বাস করি তোমার মুখোমুখি হবই একদিন। আমি যে স্বপ্ন দেখি তা থেকে কখনই বিচ্যুত হই না। গত জানুয়ারি মাসেই নেইমারের সঙ্গে ছবি পোস্ট করে স্বপ্ন পূরণ করেছিলেন থিয়েগো।