কোন্নগরে করোনা আক্রান্তের হদিস মিলতেই তৎপর পুরসভা

0
6

কোন্নগর ১২ নম্বর ওয়ার্ডে স্বপ্ননীড় আবাসনে এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের হদিস মিলেছে রবিবার। সেই খবর মিলতেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করল কোন্নগর পুরসভা। সোমবার সকাল থেকেই আবাসনের প্রত্যেকটি ঘর, লিফ্ট, গ্যারাজ সানিটাইজ করার কাজ শুরু করে কোন্নগর পুরসভা। এদিন পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, আবাসনের দিকে তাঁদের বিশেষ নজর থাকবে। আবাসিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আবাসিকরা জানান, তিনি রবিবার থেকেই তাঁরা সম্পূর্ণ গৃহবন্দি হয়ে আছেন।