অভিষেকের “কল্পতরু” দ্বিতীয় দিনেই ৬৫,০০০ ছাড়ালো

0
1

এ তো নিজের রেকর্ড নিজে ভাঙা।

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে বিপন্নদের খাবার দিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ” কল্পতরু” প্রকল্প দ্বিতীয় দিনেই ৬৫,০০০ -এর বেশি মানুষের কাছে আহার পৌঁছলো। গতকাল ছিল পঞ্চাশ হাজারের বেশি। ২১টি কমিউনিটি কিচেন চলছে। স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন। মানুষ আশীর্বাদ করছেন সাংসদকে।