বাদ গেলো না নাগাল্যান্ডও, মিলল প্রথম করোনা আক্রান্তের খোঁজ

0
1

এবার দেশের উত্তর-পূর্বে থাবা বসাচ্ছে মারণ ভাইরাস কোভিড-১৯। মণিপুর, অরুণাচলপ্রদেশ ও অসমের পর এবার নাগাল্যান্ডেও করোনা আক্রান্তের খোঁজ মিলল।

নাগাল্যান্ড সরকার জানিয়েছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি গত ২৪ মার্চ কলকাতা থেকে ডিমাপুর ফিরেছিলেন। তারপর থেকে তিনি ছিলেন হোম কোয়ারেন্টাইনে। সম্প্রতি, তাঁর রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর ডিমাপুরের দু’টি এলাকা সম্পূর্ণ সিল করা হয়েছে।