কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট। রাজ্যবাসীকে লকডাউন মানাতে একেই ঘাম ঝরছে পুলিশের। তার মধ্যেই রক্তদানে এগিয়ে এলেন কোচবিহার কোতোয়ালি থানার আওতাধীন পুলিশকর্মীরা। সোমবার, কোচবিহার কোতোয়ালি থানার আয়োজিত রক্তদান শিবিরে ৫০ ইউনিট রক্তদান করেন পুলিশকর্মীরা। কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানান, কোচবিহার মেডিক্যালেল রক্ত সঙ্কটের কথা চিন্তা করেই তাঁদের এই উদ্যোগ।