লকডাউন উপেক্ষা করে জমিয়ে বসল হাট। শিলিগুড়ির খড়িবাড়িতে দেদার কেনাকাটা। সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়েই চলল বিকিকিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছিলেন লকডাউন মানাতে পুলিশকে কড়া হতে। কিন্তু কোথায় কী? খড়িবাড়ির হাটের দৃশ্য দেখলে চক্ষুচড়ক। রাজ্যের অন্যান্য অঞ্চলের মতো প্রশাসনকে সেখানে বিন্দুমাত্র কড়া ভূমিকায় দেখা যায়নি। বিক্রেতারা অবশ্য দারুণ খুশি। এই সময়ও এত ক্রেতা পেয়ে। আর করোনাভাইরাস সংক্রমণ? তা নিয়ে ক্রেতা-বিক্রেতা কারোরই কোনও মাথাব্যথা নেই। এই উদাসীনতা মারাত্মক সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।