লকডাউন মানা হচ্ছে না। বহু মানুষ ভিড় জমাচ্ছেন স্টেশন চত্বরে। কোন্নগরের একাংশ মানুষের অভিযোগ জানিয়েছিলেন এমনটাই। তার ভিত্তিতে সোমবার রাস্তায় নামেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব ও নবগ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।
লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। কোন্নগর স্টেশন চত্বর ফাঁকা করতে অস্থায়ী বাজার সরিয়ে দেওয়া হয় অন্যত্র। স্থানীয় রেল বাজারে অযথা ভিড় না করার ও মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
ইতিমধ্যে সরকারের তরফে দোকান খোলার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। তা মানা হচ্ছে কিনা সেদিকেও নজর দেওয়া হয় এদিন। পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।





























































































































