কোভিড ১৯ সংক্রমণ এবার তিন সাংবাদিকের। মুম্বইতে একই সংবাদ মাধ্যমে কাজ করা তিন সাংবাদিকের শরীরে মিলেছে করোনাভাইরাস। বিএমসি সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি, ওই সংস্থার ৩৭জন সাংবাদিককে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে, বিএমসি সূত্রে খবর, ওই তিন সাংবাদিক কীভাবে সংক্রমিত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। কারণ, তিনজনেই ডেস্কের কর্মী, রিপোর্টার নন। তাঁদের সংক্রমিত এলাকায় যাওয়ার রেকর্ড নেই।
৪০ জন সাংবাদিক বান্দ্রার একটি হোটেলে একসঙ্গে থাকতেন। সেখান থেকেই দক্ষিণ মুম্বইয়ের অফিসে কাজ করতে যেতেন। তাঁদের মধ্যে তিন জনের কোভিড-19 রিপোর্ট পজিটিভ আসে। বাকি ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ। তবে তাঁদেরও বান্দ্রার ওই হোটেলেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।