আগামী একমাস পাঁচ হাজার অসহায় মানুষকে খাবার যোগাবেন শচিন

0
1

প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। বেড়েছে লকডাউনও। মাথায় হাত গরিব-দুঃস্থদের।

এদের দিকেই সাহায্যের হাত বাড়িয়েছেন শচিন তেন্ডুলকর। তিনি আগেই আর্থিক সাহায্য করেছিলেন। এবার আগামী এক মাস পাঁচ হাজার অসহায় মানুষের মুখে দু’বেলার খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিলেন শচিন রমেশ তেন্ডুলকর। ‘আপনালয়’ নামক এক স্বেচ্ছাসেবক সংস্থায় সঙ্গে যুক্ত হয়ে এই মহান উদ্যোগ গ্রহণ করছেন তিনি।

এই মহৎ কাজের জন্য ট্যুইটারে লিটল মাস্টারকে ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি। উত্তরে শচিন বলেছেন, ‘অসহায়দের জন্য অবিরাম কাজ করে যাওয়ার জন্য আপনালয়কে আমার শুভেচ্ছা। আপনাদের কাজ জারি রাখুন।’