তুফানগঞ্জে নাকা চেকিং- এ আটক অসম ফেরত বিহারের বাসিন্দারা

0
3

নাকা চেকিং – এর সময়ে অসম থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক আটক করল কোচবিহারের বকসিরহাট থানার পুলিশ। লরি চালক সহ মোট ৫৩ জন বিহারের বাসিন্দাকে আটক করা হয়। বসিরহাট পুলিশের পক্ষ থেকে তাঁদের জল এবং বিস্কুট শুকনো খাবার দেওয়া হয়। লরি চালককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে বকসিরহাট থানার পুলিশ।

এই ৫৩ জনকে কোথায় রাখা হবে তা নিয়ে মাথার ঘাম ছুটছে অসম এবং পশ্চিমবঙ্গ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তাঁরা জানান, অসমের একটি সিমেন্ট কোম্পানিতে তাঁরা কাজ করতেন। তাঁরা লরি চালককে ২৫ হাজার টাকা দিয়েছেন অসম থেকে বিহার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অনুরোধ করেন, যে কোনও একটা ব্যবস্থা করে যেনো তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।