সন্ধে নামার মুখে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

0
1

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সন্ধে নামার আগেই শহর জুড়ে হালকা বৃষ্টি। পূবালী বাতাস এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। শুক্রবার থেকেই উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা যায়নি। কিন্তু রবিবার বিকেল গড়িয়ে সন্ধে নামতেই বিভিন্ন জায়গায় আকাশ কালো করে হয়ে আসে। গোধূলি আলোর মধ্যে কলকাতা সহ আশপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়।

লকডাউনের জেরে রাজ্যবাসী গৃহবন্দি হলেও, গত কয়েকদিনের গরমে হাঁসফাঁস অবস্থা ছিল। এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে আশা।