করোনা না আসলে আজ এদের গায়ে থাকত নীল জার্সি। এদের কভার ড্রাইভে, ইয়র্কারে ঘুম উড়ত বিপক্ষদের। কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম। করোনায় ঘুম উড়েছে গোটা বিশ্বের। লকডাউন বেড়ে ৩০ এপ্রিল হওয়ায় বোঝাই যাচ্ছে আইপিএল স্থগিত আরও বেশ কিছু দিন। আদৌ হবে কিনা সেটাও প্রশ্ন।
এই থমথমে পরিবেশে সাধারণ মানুষ যখন ঘরবন্দি, তখন প্রতি মুহূর্তে পথে নেমে লড়াই করে চলেছেন বেশ কিছু পেশার মানুষ। মানুষের স্বার্থেই আজ তাঁরা পথে। তাঁদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী বেছে নিয়েছিলেন করতালি। মুম্বই ইন্ডিয়ান্স বেছে নিল একটা কার্টুন।
২০০৮ সালে যেমন ক্রিকেট এবং বলিউড মিশে গিয়েছিল। তেমনই দেখা যাচ্ছে এই ছবিতেও। সচিন, ধোনি, কোহলিদের আঁকা হয়েছে ‘সিঙ্ঘম’ স্টাইলে। ক্রিকেট মাঠে বা রুপোলি পর্দার হিরোরা নয়, আজকের দিনে সত্যি যাঁরা অন্যতম হিরো, সেই পুলিশকর্মীদের সম্মান জানাতে এমনই অভিনব উদ্যোগ নিল সব চেয়ে বেশি বার আইপিএল বিজয়ী দল।






























































































































