করোনায় আক্রান্ত প্রাক্তন ফুটবলার কেনি ডালগ্লিশ

0
1

এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন স্কটিশ ফুটবলার কেনি ডালগ্লিশ। তাঁর পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে অসুস্থ হন তিনি। অবস্থার অবনতি হলে ডালগ্লিশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় তাঁর লালরসের নমুনার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে।

প্রাক্তন স্কটিশ ফুটবলারের বয়স ৬৯ বছর। স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক চার বার স্কটিশ লিগ চ্যাম্পিয়ন হয় তাঁর নেতৃত্বে।
১৯৭৭ সালে তিনি লিভারপুলে সই করেন। লিভারপুলের আটবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সাক্ষী ডালগ্লিশ ৫১৫ ম্যাচে ১৭২টি গোল করেছেন।