লকডাউনের জেরে এখন শিলিগুড়িতে গৃহবন্দি ভাইচুং। সোশ্যাল মিডিয়ায় মুখোমুখি হয়েছিলেন তিনি। এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘ভবিষ্যতে এআইএফএফ-র প্রেসিডেন্ট হওয়ার কথা ভাবব। তবে এই সময়ে শুধু জোর দিতে চাই যুব ফুটবলের উন্নয়নে।’’
২০১১ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ভাইচুং সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, এই মুহূর্তে সুনীল ছেত্রীর ধারেকাছে কেউ নেই। গোলের রেকর্ড প্রমাণ করছে ও কতটা দক্ষ।’’ এফসি গোয়ার মিডফিল্ডার ব্রেন্ডনের খেলা দারুণ লেগেছে বলেও জানান পাহাড়ি বিছে।






























































































































