তেলেঙ্গানার সুরিয়াপেটে আটকে রয়েছেন বাংলার প্রায় কুড়ি জন শ্রমিক। একটি হোটেলে নিয়ে তাঁরা রয়েছেন। তাদের টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে। খাবার অর্ধেক দিন পাচ্ছেন না। হোটেল মালিকরা বারবার হুমকি দিচ্ছে হোটেল ছেড়ে দেওয়ার। এই অবস্থায় তারা বহুবার পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। নিরুপায় শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন, তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া যদি অসম্ভব হয় তাহলে অন্তত লগডাউনের সময়ে থাকা-খাওয়ার নিশ্চয়তা তেলেঙ্গানা সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করলে উপকৃত হবেন। অথবা আপাতত এই ক’দিন জীবনধারণের জন্য সরকার তাদের সাহায্য করুক।





























































































































