১. সকলকে আমি শুভ নববর্ষ জানাচ্ছি। আজকের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সহ সকলকে আমি শুভ নববর্ষ জানিয়েছি।
২. গতকাল ছিল ৮৯জন আক্রান্ত আজ আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা ৯৫।
৩. ৯৫ জন এর মধ্যে ৭০জন আক্রান্ত পরিবারের বিষয়।
৪. ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হলো।
৫. আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করছি কেন্দ্রের লোকজনও যেন কোনও ডার্টি গেম না খেলে।
৬. কোথাও কোনো জমায়েত করা যাবে না।
৭. তিনটি টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮. পণ্যবাহী ট্রাক চালাতে দিতে হবে।
৯. ধান কাটার সিদ্ধান্ত হয়েছে এর সঙ্গে কোনও কম্প্রোমাইজ রাজ্য করবে না।
১০. একটি নতুন অ্যাপ তৈরি হবে। নাম অন্নদাত্রী। চাষিরা সেই অ্যাপের মাধ্যমে খবর দিলে ফসলের ব্যবস্থা করা হবে।
১১. পর্যাপ্ত কিট চলে এলেই আমরা র্যাপিড টেস্টের পথে চলে যাব।
১২. চা বাগানে কাজ করার জন্য ২৫% শ্রমিককে অনুমতি দিচ্ছে রাজ্য।
১৩. সকলের কষ্ট হচ্ছে কিন্তু মনে রাখতে হবে কড়াকড়ি করা হবে, কিন্তু বাড়াবাড়ি করা হবে না।
১৪. আটা মিল চালু করছি।
১৫. ফিশারিজ চালু হচ্ছে।
১৬. প্রটোকল মেনে বেকারিগুলো চালু করতে বলছি।
১৭. খাবার জল তৈরির কোম্পানিগুলোকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
১৮. বাংলা বিপদে পড়লে সীমান্তবর্তী রাজ্যগুলোও বিপদে পড়বে।
১৯. শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১০ জুন পর্যন্ত।