করোনা মোকাবিলায় লকডাউন। আর তার জেরে
পয়লা বৈশাখে হালখাতার লক্ষ্মী-গণেশ নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা। এবার পয়লা বৈশাখে লক্ষ্মী-গণেশ না বানানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
এর আগে করোনা এবং লকডাউনের জেরে
অন্নপূর্ণা পুজো না হওয়ায় প্রচুর লোকসান হয়েছে। এই সময় থেকেই বিদেশের পুজোর বুকিং হতে শুরু হয়। সেও পুরো বন্ধ। সংকটে বাংলার মৃৎশিল্পীরা।
তার ওপর কেন্দ্রের জিএসটি কোপ তো আগে থেকেই আছে। তাই এবার নিজেদের অসহয়তার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ পশ্চিমবঙ্গ রাজ্য কুম্ভকার সমিতির বরানগর আঞ্চলিক কমিটির মৃৎশিল্পীরা।
দেখুন ভিডিও…