একদিনে রেকর্ড আক্রান্ত দিল্লিতে, ‘হটস্পট’ করোনা মুক্ত

0
3

দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে প্রথম তিনে রয়েছে দিল্লি। এই প্রথম একদিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হল রাজধানীতে। অন্যদিকে পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনকে ‘ রোনা মুক্ত’ ঘোষণা করল কেজরিওয়াল সরকার।

এদিন দিল্লিতে নতুন করে মোট ১৮৩ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। আবার গত দশদিন করোনায় আক্রান্তের কোনও খবর আসেনি পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেন থেকে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলকে “করোনামুক্ত” ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার।

করোনার প্রকোপ বাড়ায় দিলশাদ গার্ডেনকে “হটস্পট” হিসেবে চিহ্নিত করা হয়। শুক্রবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, “ দিলশাদ গার্ডেনের ৪ হাজার বাড়িতে প্রায় ১৫ হাজার জনকে পরীক্ষা করা হয়েছে। ১২৩ জন নিয়ে তৈরি মেডিকেল টিম স্ক্রিনিং টেস্ট করেন। প্রায় এক হাজার জন কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে নতুন করে আর কেউ আক্রান্ত হননি।”