জন্মদিনে পাওয়া টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান প্রতিবন্ধী কিশোরের

0
1

জন্মদিনে টাকা দিয়েছিল আত্মীয় পরিজনরা। সেই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল প্রতিবন্ধী কিশোর।বারাসাত নবপল্লী বাসিন্দা বছর দশেকের রাধাকান্ত সাহা জন্ম থেকেই প্রতিবন্ধী। শনিবার জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়ের হাতে জন্মদিনে পাওয়া ৫ হাজার টাকা তুলে দেয় সে।

পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ” দৃষ্টান্তমূলক একটা ঘটনা। এতে অনেক মানুষ অনুপ্রাণিত হবে।” রাধাকান্তর মা শাশ্বতী দে সাহা জানান, ছেলের এই কাজে তাঁরা খুশি। টিভি তে করোনার ফলে মানুষের দুঃখ-দুর্দশা দেখে নিজেই এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সে।