করোনার প্রকোপ থেকে ছাড় পায়নি আমাজনও। আমাজনের গভীর জঙ্গলে, একেবারে প্রকৃতির কোলে থাকা জনজাতি গোষ্ঠীর মধ্যেও নভেল করোনাভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল। এবার সেখান থেকে মৃত্যুর খবর মিলল। করোনা পজিটিভ এক কিশোরের মৃত্যু হয়েছে আমাজনে। খবরের সত্যতা স্বীকার করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক। এই ঘটনার পর আমাজনের এই অরণ্যচারীদের ভবিষ্যত নিয়ে চিন্তা আরও বেড়েছে ব্রাজিল প্রশাসনের।
ব্রাজিল প্রশাসন সূত্রে খবর, গত ৩ এপ্রিল ইয়ানোমামি উপজাতির বছর পনেরোর এক কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিকটবর্তী রোরেইমার হাসপাতালে ভরতি করা হয়। এরপর উপসর্গ দেখে চিকিৎসকরা COVID-19 পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁদের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। এদিকে, এই কিশোরের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা বিফলে যায়। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। আমাজনের জঙ্গলে করোনার প্রথম বলি।




























































































































