আমেরিকায় করোনার জেরে মৃত্যু মিছিল চলছেই। করোনাভাইরাসের সংক্রমণে ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২০০০-এরও বেশি মানুষের। মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই প্রথম কোনও দেশে করোনাভাইরাসের সংক্রমণে এত বেশি মানুষ মারা গিয়েছেন। তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর আগে একদিনে দু’হাজারেরও বেশি মৃত্যু হয়নি কোনও দেশে।
মার্কিন মুলুকে এখন কোভিড ১৯ আক্রান্তের মোট সংখ্যা ৫,০২,৮৭৬। মৃত্যু হয়েছে ১৮,৭৪৭ জনের। সুস্থ হয়েছেন ২৭,৩১৪ জন। সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। এখানেই মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। নিউ ইয়র্কে মৃতের সংখ্যা ৭৮৪৪ জন। আক্রান্তের সংখ্যা মোট ১,৭২,৩৫৮। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।