এনআরএস-এর পথে আরজিকর: বন্ধ হচ্ছে পুরুষ মেডিসিন ওয়ার্ড

0
1

এনআরএস-এর পরে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল- বন্ধ হতে পারে মেডিসিন বিভাগ। সূত্রের খবর, কোভিড ১৯ আক্রান্ত ২ রোগী ভর্তি থাকায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ড সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা দু জনের শরীরে কোভিড ১৯ সংক্রমণের রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। তারপরেই সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে দেওয়া হচ্ছে। শুরু হয়েছে ওয়ার্ড জীবাণুমুক্ত করার কাজও।

হাসপাতাল সূত্রে খবর, অধ্যক্ষের নেতৃত্বে জরুরি বৈঠক হয়। ওয়ার্ড বন্ধ রেখে কীভাবে তা জীবাণুমুক্ত করা হবে? কোন কোন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে? সেই সব বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। স্বাস্থ্য ভবনের চূড়ান্ত নির্দেশ মিললেই এসব কার্যকর করা হবে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মারণ ভাইরাস সংক্রামিত রোগী ওয়ার্ডে ভর্তি থাকায় ইতিমধ্যেই আরজিকর মেডিক্যালের মেডিসিন ওয়ার্ড বন্ধ করে তা জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কমপক্ষে ৪৫ জন চিকিৎসক, নার্স, কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।