লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া অসংখ্য শ্রমিক এবার বিদ্রোহের পথে৷ তাঁদের রোজগার বন্ধ। থাকার জায়গা নেই, খাবার নেই। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। কেউ খবরও নিচ্ছে না৷
ফলে ধৈর্য্যের বাঁধ ভাঙলো শ্রমিকদের। লকডাউনের প্রতিটি দিন এইভাবে ব্রাত্যজন হয়ে আর থাকতে নারাজ তারা৷ এই অসহ্য জীবন থেকে মুক্তি চাইছেন পরিযায়ী শ্রমিকেরা। যথেষ্ট আবেদন-নিবেদনেও কোনও কাজ হচ্ছে না৷
এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের সুরাতে।
লকডাউনের সময়সীমা বাড়তে পারে, এমন খবর পেয়ে পথে নেমে বিক্ষোভ শুরু করেন আটকে পড়া পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের দাবি ছিল, যথেষ্ট খাবার, বকেয়া বেতন তাঁদের হাতে পৌঁছে দিতে হবে। পাশাপাশি তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে হবে যাতে তাঁরা বাড়ি ফিরতে পারেন।
এঁদের বেশিরভাগই গুজরাতের বিভিন্ন কাপড়ের কলে কাজ করেন বলে জানা গিয়েছেন। গুজরাতের অন্য অংশ থেকেও এই ধরণের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গিয়েছে। সুরাতের ডিসিপি রাকেশ বারোট জানিয়েছেন, ‘৬০-৭০ জন শ্রমিক রাস্তা অবরোধ করেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও করেছেন। একাধিক গাড়িতে আগুনও লাগিয়েছেন৷ পুলিশ এঁদের সকলকেই আটক করেছে। এঁরা সকলেই বাড়ি ফিরে যাওয়ার উপযুক্ত ব্যবস্থা দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে৷ ছবিতে শ্রমিকদের বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে৷