করোনা মোকাবিলায় নিজের জেলার মানুষের পাশে প্রাক্তন হকি তারকা

0
3

করোনাভাইরাসের শৃঙ্খল ভাঙতে চলছে দেশজুড়ে লকডাউন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ২১ দিনের লকডাউন অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে সমস্যায় পড়তে হয়েছে গরিব-দুঃস্থদের। এবার তাঁদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক সন্দীপ সিং। বর্তমানে হরিয়ানার ক্রীড়ামন্ত্রীও তিনি। কুরুক্ষেত্রের পেহোয়ার বিধায়ক। বাদবাকি আর পাঁচটা রাজ্যের মতো তাঁর রাজ্যেও চলছে লকডাউন। লকডাউনের মধ্যেও প্রাক্তন হকি তারকা ব্যস্ত জনগণের কাছে খাদ্যসামগ্রী ও মাস্ক পৌঁছে দিতে।

তাঁর মতে জেলায় যাতে কেউ খালি পেটে না ঘুমোতে যায়। করোনা আক্রান্তরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায়।

তাঁর কথায়, “আমি ভারতীয়। আর ভারতীয়রা সব সময় সঙ্কটের সময় একে অন্যের পাশে থাকে। আমিও সেটাই করছি। আমার লক্ষ্য একটাই। আমার এলাকায় কেউ খালি পেটে ঘুমোতে যাবে না।” সন্দীপ আরো বলেন, “আমি চেষ্টা করছি যাতে কারও কোনও সমস্যা না হয়। খাদ্যসামগ্রী থেকে মাস্ক সবকিছুই পৌঁছে দিচ্ছি লোকেদের কাছে।”