করোনায় আতঙ্কিত গোটা দেশ। মারণ ভাইরাস করোনার প্রকোপ থেকে রক্ষা পায়নি পশ্চিমবঙ্গসহ কলকাতা। এমন পরিস্থিতিতে গরিব- দুঃস্থদের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ক্লাবের সর্মথকরা। ইস্টবেঙ্গল ক্লাবের অনুপ্রেরণায় সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে লাল-হলুদ সদস্য সমর্থকরা বিভিন্ন ভাবে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। সামিল হয়েছে এই মহৎ কর্মযজ্ঞে। শকুন্তলা পার্ক ও পাশ্ববর্তী অঞ্চলের সদস্য-সমর্থকদের ও আবেগের নাম ইস্টবেঙ্গল গ্রুপের যৌথ উদ্যোগে শুক্রবার ১০ এপ্রিল শকুন্তলা পার্ক মোড়ে অসহায় দরিদ্র (১৫০ জন) মানুষকে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার জয়ন্ত সেন, বর্তমান ফুটবলার অভিষেক দাস, ইস্টবেঙ্গলের বর্তমান মহিলা ফুটবল দলের সহ-প্রশিক্ষিকা প্রতিমা বিশ্বাস, ১২৮ নং ওয়ার্ডের পুরপ্রধান রত্না রায় মজুমদার, প্রাক্তন পুরপ্রধান দোলা সরকার, পর্ণশ্রী থানার ভার-প্রাপ্ত আধিকারিক মনোজ কুমার ঝা, ডায়মন্ড হারবার রোড ট্রাফিক গার্ডের ভার-প্রাপ্ত আধিকারিক সুমিত সাঁতরা ও ক্লাবের কর্মকর্তা তারক দাস, প্রশান্ত দত্ত ও মলয় মুখার্জি ছাড়াও অন্যান্য কর্মীরা। প্রধান উদ্যোগক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমেন সরকার, সুজন দে ও সুবীর সেন।






























































































































