কোন কোন হটস্পটে পুরো লকডাউন

0
3

নবান্ন সূত্র: কালিম্পং, আলিপুরদুয়ার, এগরা, হলদিয়া, দমদম, কলকাতার কিছু অংশ।

পুরো বন্ধ থাকবে। কেউ বেরোবে না। ঢুকবে না। ত্রিস্তরীয় ব্যবস্থা।

জরুরি জিনিস সরকার বাড়ি বাড়ি পৌঁছবে। খাবার, ওষুধসহ।

হট স্পট ঘিরে থাকবে ক্লাস্টার বৃত্ত।

এটা ছাড়া প্রশাসনের উপায় নেই।