করোনাযুদ্ধে আগামী দিন কী করা হবে? প্রধানমন্ত্রীর একেবারে নির্ভরযোগ্য পরামর্শদাতাদের বৃত্তে এখন এক বাঙালি আমলা অতনু চক্রবর্তী। লকডাউন নিয়ে কী হবে? স্বাস্থ্য এবং আর্থিক অবস্থা- দুটোই দেখতে হচ্ছে। মোদি এ বিষয়ে রাজনৈতিক পথে যাবে না। শেষ পর্যন্ত নিজের বিশেষজ্ঞ টিমের মতামতকেই গুরুত্ব দেবেন।