রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকছে। অত্যাধিক গরমের জন্য গত বছর মে মাসের প্রথম দিকেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো দু-এক দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না রেখে একেবারে ১০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, যেভাবে মিড ডে মিলের চাল আলু পড়ুয়াদের দেওয়া হয়েছিল, এর মাঝখানে সেই কর্মসূচি আবার করা হবে।
একইসঙ্গে তিনি বলেন, অনলাইনে লেখাপড়া বা সংবাদ মাধ্যমে ক্লাস চালু থাকছে। এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কাজ চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।